এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে নায়ক ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আরব আমির শাহিতে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের ইনিংসকে তছনছ করে দিলেন তিনি। বড় ম্যাচে আত্মবিশ্বাস হারিয়ে মুখ থুবড়ে পড়ল বাবর আজমের (Babar Azam) পাকিস্তান। 1১৯.৫ ওভারে ১৪৭ রানেই শেষ হয়ে গেল পাক ইনিংস। ভুবি ছাড়াও এদিন তিন উইকেট পান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।
দুবাইয়ে ভারত-পাকিস্তান ম্যাচ (India vs Pakistan) নিয়ে তিন মাস আগে থেকেই চড়ছিল পারদ। রবিবাসরীয় সন্ধ্যায় টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। কিন্তু টসের সঞ্চালনা করতে এসে স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারেননি সঞ্চালক সঞ্জয় মঞ্জরেকর। টসে জেতার পর রোহিতকে অনেক প্রশ্নই করেন তিনি। কিন্তু কী সিদ্ধান্ত নিয়েছেন, তা জিজ্ঞাসা করতেই ভুলে যান তিনি। শেষ মুহূর্তে রোহিতকে প্রশ্ন করতে জানান, প্রথমে ফিল্ডিং করবে টিম ইন্ডিয়া। এদিন প্রথম একাদশে সুযোগ পাননি ঋষভ পন্থ। তাঁর জায়গায় দলে এসেছেন দীনেশ কার্তিক।
আরও পড়ুন: টানা ৬টি ডার্বিতে হার, প্রস্তুতির অভাবেই কি হার ইস্টবেঙ্গলের!
পাকিস্তানের হয়ে এদিন ৪৩ রান করেন মহম্মদ রিজওয়ান। অধিনায়ক বাবর আজম ফেরেন ১০ রানে। ফাখর জামানকেও ১০ রানে ফেরান আবেশ খান। ২২ বলে ২৮ রান করেন ইফতিকার আহমেদ।