বিশ্বের দ্রুততম বোলার কে! শোয়েব আখতার, নাকি ব্রেট লি! নাকি ভারতীয় দলের অভিষেক করা উমরান মালিক (Umran Malik)! আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে দ্রুততম বল করলেন ভুবনেশ্বর কুমার (Bhuvaneshwar Kumar)! আর তা নিয়েই চর্চা সোশ্যাল মিডিয়ায়।
সত্যিই কি ভুবি আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্রুততম ডেলিভারি করেছেন! না, ম্যাচে স্পিডগানে কিছু গণ্ডগোল থাকায়, ভুবনেশ্বরের একটি ডেলিভারি দেখানো হয়েছেন ২০৮ কিমি প্রতি ঘণ্টা। আরও একবার দেখা গিয়েছে প্রতি ঘণ্টায় ২০১ কিমি তাঁর বলের গতি। এরপরই সোশ্যাল মিডিয়ায় সাড়া পড়ে যায়। ভুবিকে নিয়ে শুরু হয়ে যায় চর্চা।
আরও পড়ুন: কোভিডে আক্রান্ত ইংল্যান্ডের বেন ফোকস, টেস্টে রোহিতের খেলা নিয়েও বাড়ছে জল্পনা
পরে জানা যায়, যান্ত্রিক ত্রুটির জন্য ভুবির বলে ওই গতি দেখানো হয়েছে। কিন্তু বলের গতি না থাকলেও রবিবার প্রথম T20 ম্যাচে দারুণ স্পেল করেছেন তিনি। ৩ ওভারে ১৬ রান দিয়ে এক উইকেট নিয়ে নিয়েছেন। ম্যাচের পর ভুবি জানান, তিনি নিজের বোলিং উপভোগ করছিলেন। নতুন বলে সুইং ছিল। সেটা কাজে লাগিয়েছেন তিনি।