সমস্যায় পড়ল BCCI। বম্বে হাই কোর্ট (Bombay High Court) নির্দেশ দিয়েছে ইএসআইয়ের আওতায় পড়বে ভারতীয় ক্রিকেট বোর্ড। বোর্ডের প্রত্যেক কর্মচারীদের স্বাস্থ্যবিমার আওতায় আনতে হবে। আদালত জানিয়েছে, বোর্ড লাভজনক সংস্থা, অর্থাৎ পণ্য ও পরিষেবা বিক্রি করে।
আগে মুম্বইয়ের ইএসআই আদালত একটি নির্দেশ দিয়ে জানিয়েছিল, বোর্ড তাদের কর্মচারীদের জন্য কত টাকা ইএসআই তহবিলে দেয়, জানাতে হবে। এই রায়ের বিরুদ্ধে বম্বে হাই কোর্টে আবেদন করে BCCI। সেই শুনানিতে বিচারপতি ভারতী ডাঙরে ভারতীয় ক্রিকেট বোর্ডের আবেদনের বিরুদ্ধেই রায় দেন।
আরও পড়ুন : নিজের রেকর্ড ভাঙলেন, ডায়মন্ড লিগে রুপো জয় নীরজ চোপড়ার
গত বছর সেপ্টেম্বরে ESI আদালত তাদের রায়ে জানান, ESI আইনের ১ (৫) ধারায় মহারাষ্ট্র সরকার ১৯৭৮ সালে নোটিস জারি করে। সেই অনুযায়ী, 'দোকান' হিসেবে দেখানো হয়েছে বোর্ডকে। যদিও ইএসআই আইনে দোকানের কোনও সংজ্ঞা নেই। এদিন বম্বে হাই কোর্ট জানিয়েছে, কোনও বাড়ি বা বাড়ির কোনও অংশে পণ্য বা পরিষেবা বিক্রি হলে সেটিই দোকান। যে হেতু বিসিসিআই বাণিজ্যিক কাজকর্ম করে ও অর্থ উপার্জন করে, তাই তারাও শপ। অর্থাৎ বোর্ডের বাণিজ্যিক ক্রিয়াকলাপ আছে। আইপিএল থেকে উপার্জন আছে। ম্যাচ আয়োজন করে টিকিটও বিক্রি করে। তাই বোর্ডকে ESI অ্যাক্টের আওতায় আনা উচিত।