ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ জিতে ইংল্যান্ড শিবিরের মনোবল তুঙ্গে। তাদের অনেক প্রাক্তন খেলোয়াড়ই এবিষয়ে নিজেদের মতামত ব্যাক্ত করেছেন। জানিয়েছেন, এই জয় সর্বকালের সেরা জয়ের মধ্যে অন্যতম। এরই মাঝে ভারতকে আরও কঠিন লড়াইয়ের সামনে ফেলতে প্রস্তুতি নিয়েছেন ইংল্যান্ড টেস্ট দলের হেড কোচ ব্র্যান্ডন ম্যাককালাম।
একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, কেমন বোলিং হবে তা নির্ধারিত হবে পিচের উপর। প্রয়োজনে স্পিন বোলিং আক্রমণই ব্যবহার করবেন তিনি। অর্থাৎ বোঝাতে চাইলেন বোলিং বিভাগে অধিকাংশই থাকবে স্পিনার।
এদিকে প্রথম ম্যাচ থেকেই ইংল্যান্ড দলে খেলার কথা ছিল স্পিনার শোয়েব বাসিরের। কিন্তু ভিসা সমস্যার জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি। তবে ইতিমধ্যে ভাইজাক পৌঁছে গিয়েছেন। ক্রীড়া বিশেষজ্ঞদের অনেকেই মনে করছেন ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলানো হতে পারে তাঁকে।