ত্রিনিদাদে ক্যারিবিয়ানদের হারাতে ভারতের দরকার এখনও আট উইকেট। ম্যাচ বাঁচাতে কঠিন লড়াই লড়তে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কিন্তু বিষয় হল, পঞ্চম দিনে ত্রিনিদাদে কী একটি বলও খেলা হবে ?
এই প্রশ্ন উঠছে, কারণ স্থানীয় হাওয়া অফিসের পূর্বাভাস শেষদিনে স্থানীয় সময় সকাল থেকেই বৃষ্টি শুরু হতে পারে। চলতে পারে বিকেল পর্যন্ত। ফলে ত্রিনিদাদ টেস্ট জিততে বৃষ্টি বাধা হতে পারে রোহিত শর্মাদের।
সোমবারের ম্যাচে প্রায় ৪৫ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ শতাশ সম্ভাবনা রয়েছে বিদ্যুৎ-সহ বৃষ্টির। আবহাওয়ার এই খবর চিন্তায় রেখেছে টিম ইন্ডিয়াকে। কারণ, ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার আগে ম্যাচ ওয়াশ আউট হয়ে যাবে না তো ?