ভারত-শ্রীলঙ্কা (India vs Sri Lanka) টেস্ট সিরিজের শুরুর আগে মোহালির টিম হোটেলের বাসে মিলল গুলির খোল ! এই ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। শ্রীলঙ্কার টিম (Sri Lanka) টিম বাসে মিলেছে এই গুলির খোল!
আগামী ৪ মার্চ মোহালিতে (Mohali) শুরু হচ্ছে ভারত-শ্রীলঙ্কা প্রথম টেস্ট (India-Sri Lanka Test)। এই ম্যাচ বিরাট কোহলির (Virat Kohli) শততম টেস্ট। তার আগে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে গেল চণ্ডীগড়ে। শ্রীলঙ্কার টিম বাসে মিলল দু’ টি বুলেটের শেল (Bullet Shells)। ঘটনায় স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে চণ্ডীগড় পুলিশ।
আরও পড়ুন : IND vs SL 3rd T20: ১৯ বল বাকি থাকতেই টি২০ সিরিজ পকেটে পুরে নিল ভারত, লজ্জার হার শ্রীলঙ্কার
ইতিমধ্যে মোহালিতে অনুশীলন শুরু করে দিয়েছে শ্রীলঙ্কার টেস্ট দল। ক্রিকেটাররা রয়েছেন শহরের আইটি পার্কে (IT Park) অবস্থিত হোটেল ললিতে। ওই হোটেল থেকে যে বাসে করে মোহালি স্টেডিয়ামে যাতায়াত করছেন ক্রিকেটাররা, শনিবার সেই বাসের লাগেজ রাখার জায়াগায় মিলেছে দু’টি বুলেটের শেল।
চণ্ডীগড় পুলিশ (Chandigarh Police) সকালে মেটাল ডিটেক্টর দিয়ে বাসটির রুটিন চেকআপ করতে গেলে ওই শেল দুটি পাওয়া যায়।
জানা গিয়েছে, সেক্টর ১৭-র তারা ব্রাদার্স ট্রান্সপোর্ট কোম্পানি থেকে ওই বাসটি ভাড়া নেওয়া হয়। শ্রীলঙ্কার ক্রিকেটারদের জন্য ভাড়া করা বাসটি এর আগে স্থানীয় এক বিয়েতে ব্যবহৃত হয়েছিল। পাঞ্জাবে বিয়েতে গুলি ছোড়ার রেওয়াজ রয়েছে। এই শেলগুলি বিয়ে বাড়ির বুলেটের শেল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ (Chandigarh Police)।