তৃতীয় তথা শেষ টেস্টের(Capetown test) প্রথম থেকেই বলে আগুন ঝরাচ্ছেন ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ(Jasprit Bumrah)। ভারতের(India) এক নম্বর পেসার জানিয়েছেন, বিরাট কোহলির অধিনায়কত্বে তিনি যথেষ্ট খুশি। বুমরাহের কথায়, বিরাটের(Virat Kohli) নেতৃত্বে দল একটা আলাদা শক্তি পায়। তার ফলে চাপমুক্ত হয়ে খেলা যায়।
দক্ষিণ আফ্রিকাকে(South Africa) ২১০ রানে বেঁধে ফেলার মূলে আছেন জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। ব্যক্তিগত রেকর্ডের নিরিখে এই নিয়ে তিনি সপ্তমবারের মতো ৫ উইকেট(5 wicket-haul) নিলেন।
কোহলির(Virat Kohli) দক্ষ নেতৃত্বের প্রশংসা করে কেপটাউনে(Capetown) আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শুরু করা বুমরাহ জানান, "বিরাটের নেতৃত্বে খেলা মানেই দুর্দান্ত অভিজ্ঞতা। তিনি সবসময় আমাদের সমর্থন করেন এবং সমস্ত বোলারকে অনুপ্রেরণা জোগান।"
আরও পড়ুন- IPL, BCCI: আইপিএলের দুই নতুন ফ্রাঞ্চাইজিকে ক্রিকেটারদের নাম জমা,দেওয়ার সময় বেঁধে দিল বোর্ড
কেপটাউনের মাটিতে স্মৃতি রোমন্থন করতে নেমে বুমরাহ(Jasprit Bumrah) জানান, ব্যক্তিগত পারফরম্যান্স আনন্দ দিলেও, দলের জয়ে ছাপ রেখে যাওয়া কোনও ভূমিকা তার চেয়েও বেশি আনন্দ দেয়।