চোট সারিয়ে প্রায় একবছর পর ফিরছেন জসপ্রীত বুমরা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের T-20 সিরিজে অধিনায়ক হিসেবে রাখা হয়েছে তাঁকে। এবং বুমরার ডেপুটি হিসেবে রাখা হয়েছে রুতুরাজ গায়কোয়াড়কে।
ফের যে বল হাতে জসপ্রীতকে দেখা যেতে পারে তা আগে থেকেই আন্দাজ করেছিলেন ক্রিকেট প্রেমীরা। জাতীয় ক্রিকেট অ্য়াকাডেমির নেটে একটানা ১০ ওভার বল করেছেন ভারতীয় এই পেসার। ফলে বিশ্বকাপের আগেই যে তিনি ভারতীয় দলে থাকবেন তা অনেকেই একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছিলেন।
দিন কয়েক আগেই বুমরার ফিট হওয়া নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভিএস লক্ষ্মণ। তিনি জানিয়েছিলেন, ভারতের আয়ারল্যান্ড সফরের আগেই ফিট হয়ে উঠবেন বুমরা।