সকালটা ছিল জয়ের আনন্দ। আর বিকেলটা হয়ে রইল আবেগঘন। চুম্বকে এটা বঙ্গ ক্রিকেটের আঁতুড়ঘর ইডেন। কেন্দ্রে একজনই। তিনি মনোজ তিওয়ারি। ঘরের মাঠে এদিনই কেরিয়ারের শেষ ম্যাচ খেললেন তিনি। আর সেইদিনেই তাঁকে সংবর্ধনা জানাল সিএবি। অনুষ্ঠানে হাজির থেকে মনোজের পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে লক্ষ্মীরতন শুক্লারা। ছিলেন সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
তিনি মনোজের মধ্যে স্পার্ক দেখেছিলেন। বাংলার প্রাক্তন ক্রিকেটারকে শুভেচ্ছা জানিয়ে এটাই জানালেন মহারাজ। দাবি করলেন ভারতের হয়ে খেলার সুযোগ পাননি মনোজ। কিন্তু বাংলার হয়ে তাঁর ব্যাটে লেখা থাকবে ১০ হাজার রান। যা পরবর্তী প্রজন্মের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।
সৌরভের থেকে শুভেচ্ছা বার্তা পেয়ে আপ্লুত মনোজও। সৌরভ জানিয়েছেন, মনোজ এখন মন্ত্রী। কিন্তু বাংলার কাছে থেকে যাবে মনোজের ক্রিকেটীয় জীবন। জীবনের স্মৃতিচারণ করতে গিয়ে চোখে জল মনোজের। বলে ফেললেন বাবার কথা। ২০১৭ সালে আইপিএল খেলার সময় বাবাকে হারিয়েছিলেন। মনোজ জানালেন, সবাইকেই একদিন থামতে হয়। রবিবার তিনিও থামলেন।