শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচ আরসিবি ও কেকেআরের। প্রথম ইনিংসে বিধ্বংসী ইনিংস খেলেন বিরাট কোহলি। ৫৯ বলে ৮৩ রান আসে তাঁর ব্যাটে। অরেঞ্জ ক্যাপের মালিকও হন। অরেঞ্জ ক্যাপ তুলে দেওয়ার সময়ই ক্যামেরন গ্রিনের সঙ্গে মজার ছলে বিরাট।
ক্যামেরন যখন বিরাটকে অরেঞ্জ ক্যাপ তুলে দিতে আসেন সেই সময়ই ঘটে ঘটনাটি। ক্যামেরন গ্রিন তাঁর হাতে ওই পুরস্কার তুলে দিয়ে হাতে মাইকও এগিয়ে দেন। উপস্থাপক তখন ক্যামেরন গ্রিনের নাম করতেই তাঁর দিকে মাইক ছুঁড়ে দেন বিরাট।
আরও পড়ুন:
৬ উইকেট হারিয়ে ১৮২ রান তোলে আরসিবি। ১৬.৫ ওভারেই সেই রান তুলে নেয় কেকেআর। সুনীল নারিন ৪৭ রান করেন। ভেঙ্কটেশ আইয়ার ও বেঙ্কটেশ আইয়ারও বড় রান করেন। ৫ রানে অপরাজিত ছিলেন রিঙ্কু সিং।