মধ্যাহ্নভোজের বিরতির পর ভারতকে সাফল্য এনে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ২ উইকেট তুলে নিলেন তিনি। এদিন সেঞ্চুরি করেন ক্যামেরুন গ্রিন। ১৫০ রানের গণ্ডি পেরিয়ে যান উসমান খোয়াজা। সকাল থেকেই ক্রিজে দাপট দেখায় অস্ট্রেলিয়া। ১৩৪ ওভারে ৬ উইকেট হারিয়ে অস্ট্রেলিয়ার রান ৩৮৬।
এদিন ১৪৩ বলে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করলেন ক্যামেরুন গ্রিন। ১১৪ রানে আউট হয়ে ফেরেন তিনি। সকাল থেকে সেভাবে দাগ কাটতে পারেননি কোনও বোলার। মহম্মদ শামি, উমেশ যাদব, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, প্রত্যেকেই ব্যর্থ। দ্বিতীয় দিন প্রথম উইকেটের অপেক্ষায় টিম ইন্ডিয়া।