শেষ ম্যাচেই লখনউ সুপার জয়েন্টসের কাছে হেরেই মাঠ ছাড়তে হয়েছিল হায়দরাবাদকে। রবিবার আরও কঠিন লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে তারা। কারণ এবার হায়দরাবাদের প্রতিপক্ষ পঞ্জাব কিংস।
দলে উপযুক্ত খেলোয়াড় থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত জয়ের খাতা খুলতে পারেনি হায়দরাবাদ। প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালস এবং দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জয়েন্টস, পরপর দুটি ম্যাচে হেরে রীতিমতো চাপের মুখে টিম হায়দরাবাদ।
অন্যদিকে, দুটো ম্যাচেই জয় পেয়েছে টিম পঞ্জাব। ফলে রবিবারের ম্যাচে টেবিলের প্রথম সরিতে থাকা পাঞ্জাবকে হারাতে মরিয়া হয়ে উঠেছে হায়দরাবাদ।
হায়দরাবাদের শেষ জয় প্রায় ৭ বছর আগে। ২০১৬ সালে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। তারপর থেকে আর কোনও ট্রফি নেই। চলতি মরশুমেও শুরু থেকে একেবারেই মুখ থুবড়ে পড়েছে এই দল।