এবারের আইপিএলে এক নতুন ধরনের ক্রিকেট খেলবে মুম্বই। যা মনে রাখবে এই দেশ। টুর্নামেন্ট শুরুর ঠিক আগে এই দাবি মুম্বইয়ের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার। হার্দিক জানিয়েছেন, এবার ছক ভাঙা ক্রিকেট দর্শকদের উপহার দেবেন তাঁরা।
২৪ মার্চ এবারের আইপিএল অভিযান শুরু করছে মুম্বই। প্রতিপক্ষ গতবারের রানার্স গুজরাত। প্রাক্তন দলের বিরুদ্ধে খেলতে নামার আগে হার্দিক জানিয়েছেন, গত বছর কী হয়েছে, তা ভুলে গিয়ে নতুন ভাবে শুরু করতে হবে।
এই বছর রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে অধিনায়ক করেছে মুম্বই। যা নিয়ে অনেক জলঘোলা হয়েছে। সেই সব মাথায় না রেখে হার্দিকের টার্গেট, এই আইপিএলে ছকভাঙা ক্রিকেট। যার প্রস্তুতি শুরু করে দিয়েছে মুম্বই।