এবার বিসিসিআই (BCCI) ও বিরাট কোহলি (Virat Kohli) বিতর্ক নিয়ে মুখ খুললেন প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেব (Former Captain Kapil Dev)। তিনি জানালেন, দেশের ক্রিকেটের উন্নতির স্বার্থে এগিয়ে আসা উচিত দুই পক্ষেরই।
এক সাপ্তাহিক ম্যাগাজিনের সাক্ষাৎকার দিতে গিয়ে প্রথম বিশ্বকাপ জয়ী অধিনায়ক বলেন,দেশ ও টিমের স্বার্থে এগিয়ে আসা উচিত বোর্ড ও বিরাটের। ওয়ানডে অধিনায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিরাটকে। তারপরই বোর্ডের সঙ্গে বিরাটের সংঘাত তুঙ্গে উঠেছে। দক্ষিণ আফ্রিকা সফরের (South Africa Tour) আগে বোর্ডের বিরুদ্ধে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন বিরাট। হারের পর টেস্ট অধিনায়কত্ব থেকেও সরে দাঁড়ান তিনি।
আরও পড়ুন: কোভিডে আক্রান্ত লখনউ সুপার জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর
এই প্রসঙ্গে কপিল দেব বলেন, "কখনও কখনও যা চাওয়া হয়, তাই পাওয়া যায় না। তার মানে এই নয় যে নেতৃত্ব ছেড়ে দেবেন। যদি সেই জন্য এই কাজ করে থাকেন বিরাট, তাহলে কিছু বলারই নেই।"