Virat Kohli: পরিবার নিয়ে দেশ ছাড়ছেন বিরাট কোহলি! দাবি শৈশবের কোচ রাজকুমার শর্মার

Updated : Dec 20, 2024 18:16
|
Editorji News Desk

অস্ট্রেলিয়া সফরে রয়েছেন বিরাট কোহলি। পার্থ টেস্টে ৩০তম সেঞ্চুরি এসেছে তাঁর ব্যাটে। ভেঙেছেন স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের রেকর্ডও। অস্ট্রেলিয়া সফর চলাকালীন একটি খবরে মুষড়ে পড়েছেন ক্রিকেটপ্রেমীরা। দেশ ছাড়ছেন বিরাট কোহলি। শুধু একা নয়। অনুষ্কা শর্মা, কন্যা ভামিকা ও পুত্র অকয়কে নিয়ে ইংল্যান্ডের স্থায়ী বাসিন্দা হতে পারেন বিরাট। এমনই জানালেন বিরাট কোহলির শৈশবের কোচ রাজকুমার শর্মা। 

বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্ট পার্থে তৃতীয় দিন সেঞ্চুরি করেন বিরাট। দীর্ঘদিন পর রানের খরা কাটে তাঁর। ওই টেস্টে জয় পায় টিম ইন্ডিয়াও। কিন্তু অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে রান আসেনি তাঁর ব্যাটে। ব্রিসবেনেও ফের ব্যর্থ হয়েছেন। এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্ট খেলবে টিম ইন্ডিয়া। মেলবোর্নে পৌঁছে গিয়েছে টিম ইন্ডিয়া। বিমানবন্দরে অস্ট্রেলিয়ার এক ক্যামেরাম্যানের সঙ্গে বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় বিরাটকে। অভিযোগ, লুকিয়ে ক্য়ামেরায় তাঁর সন্তানদের ছবি তোলা হচ্ছে। এরপরই ক্যামেরাম্যানের দিকে তেড়ে যান বিরাট। জানান, অনুমতি ছাড়া আপনারা সন্তানদের ছবি তুলতে পারবেন না। চ্যানেল সেভেনের এক মহিলা সাংবাদিকের সঙ্গেও কথা বলতে দেখা যায় বিরাটকে। তিনি জানান, বিরাট ভুল বুঝেছেন। সন্তানের ছবি তোলা হচ্ছিল না। পরেই সোশ্যাল মিডিয়ায় বিরাটের ওই ছবি ভাইরাল হয়। 

তবে এসবের মধ্যে বিরাটের দেশ ছাড়ার খবর শুনে মুষড়ে পড়েছেন অনেক ক্রিকেটপ্রেমীরা। গত কয়েকবছর ধরে বিরাটকে লন্ডন ঘুরতে দেখা যায়। চলতি বছর ফেব্রুয়ারি মাসে লন্ডনেই জন্ম হয় বিরাটের ছোট ছেলে অকায়। পরিবার নিয়ে লন্ডনেই শিফট করবেন বিরাট। তাঁর ছোটবেলার কোচ রাজকুমার শর্মা জানিয়েছেন, বিরাট লন্ডনে যাওয়ার পরিকল্পনা নিয়ে ফেলেছেন। ভারত ছেড়ে চলে যাবেন তিনি। খুব তাড়াতাড়ি দেশ ছেড়ে দেবেন। পরিবারকে অনেকটাই সময় দেন বিরাট কোহলি। ক্রিকেট কেরিয়ারও প্রায় শেষ লগ্নে। তাই এই সিদ্ধান্ত নিতে পারেন বিরাট কোহলি। 

Virat Kohli

Recommended For You

editorji | খেলা

Indian Cricket: পাকিস্তানেই হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, তবে নিরপেক্ষ ভেনুতে খেলবে ভারত, ঘোষণা আইসিসির

editorji | খেলা

Ravichandran Ashwin : অবসর নিয়ে রবিচন্দ্রন অশ্বিনের কান্না, গম্ভীরের কী ভূমিকা ছিল জানেন?

editorji | খেলা

Ravichandran Ashwin: দেশে ফিরেই সংবর্ধনায় ভাসলেন, অশ্বিনের কেরিয়ারের সেরা পাঁচ মুহূর্ত

editorji | খেলা

Rohit Sharma : ব্রিসবেনে চরম ভুল রোহিতের ! অশ্বিনের অবসরের পর কি বললেন ভারত অধিনায়ক ?

editorji | খেলা

India vs Australia: ব্রিসবেনে ভিলেন বৃষ্টি, গাব্বায় প্রাপ্তি বাংলার আকাশদীপ