৩৮ বলে ৬৮। বিশ্বকাপের আগে রানে ফিরলেন অধিনায়ক। হ্যাঁ, অধিনায়ক রোহিত শর্মা। এই মরশুমে আইপিএলের শেষ ম্যাচে রোহিতের ব্যাটের রানে ফেরার দৃশ্যের সাক্ষী থাকল ওয়াংখেড়ে। শুক্রবার লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে শেষ ম্যাচেও হেরেছে হার্দিকের মুম্বই ইন্ডিয়ান্স। তা নিয়ে অবশ্য এখন কোনও আগ্রহ নেই।
বরং মুম্বইয়ের প্রতিটি দর্শক দেখতে চেয়েছিলেন বিশ্বকাপের আগে রোহিতের ব্যাট কী বলছে ? বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নতুন পাটনারকে নিয়ে ওপেন করতে এসেছিলেন রোহিত। আউট যখন হলে, তখন বেশ অনেকটাই স্বস্তি দিল তাঁর ব্যাট।
পাঁচ জুন প্রতিপক্ষ আয়ারল্যান্ড। আমেরিকার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে নামবে টিম ইন্ডিয়া। যা খবর, তাতে ২১ তারিখ কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেই হয়তো আমেরিকা উড়ে যাচ্ছেন রোহিত। সঙ্গে যাচ্ছেন বাকিরাও। আইপিএলের মাঝেই অবশ্য রোহিত জানিয়েছেন, ঘরের মাঠে ৫০ ওভারের বিশ্বকাপ অল্পের জন্য মিস হয়েছে। এবার কোনও ভাবেই আর নয়।