রোহিত শর্মার নেতৃত্বে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের। এই সিরিজ জয়ের পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে এক নম্বরে উঠে এসেছে টিম ইন্ডিয়া। সিরিজ জয়ের পর কোচ রাহুল দ্রাবিড় টিমের প্রত্যেক ক্রিকেটারকে নিয়ে খুশি। যেভাবে ইংল্যান্ডের বাজবল ক্রিকেটকে নিস্তেজ করেছে টিম ইন্ডিয়া, তা নিয়ে এবার প্রকাশ্যে প্রশংসা দ্রাবিড়ের।
সিরিজ জয়ের পর দ্রাবিড় বলেন, "এত ভাল টিমের সঙ্গে কাজ করতে পেরে সম্মানিত। আমিও ওদের থেকে অনেক কিছু শিখছি। রোহিত দারুণ নেতা। ওর থেকেও অনেক কিছু শেখার। দলের সদস্যরা ওর কথা শুনে মোহিত হয়ে যায়। এমন নেতাকে দেখে খুবই ভাল লাগে।"
এই সিরিজে একাধিক মুহূর্ত তৈরি হয়েছে। টেস্টের মাঝপথে মায়ের শরীর খারাপের জন্য ফিরে যান অশ্বিন। ফের দলে যোগ দেন। এই সিরিজেই অভিষেক হয় ধ্রুব জুরেল, সরফরাজ খান, দেবদূত পাড্ডিকালের মতো ক্রিকেটারদের। দ্রাবিড় অশ্বিনের ঘটনাটি নিয়ে মুখ খোলেন। তিনি বলেন, পারিবারিক সমস্যার জন্য টেস্ট ছেড়ে ফিরে যায় অশ্বিন। ও নিজেই আবার দলে ফিরতে যান। আমার মনে হয়, এই ঘটনা দলের মনোবল বাড়িয়েছিল।