ঘরের মাঠে ভেঙে পড়েও লড়াই চেন্নাইয়ের। ২০ ওভারে ১৬৭ রান তুলল চেন্নাই সুপার কিংস। দিল্লির হয়ে ৩ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন মিচেল মার্শ। ২ উইকেট অক্ষর প্যাটেলের। সব থেকে ভাল স্ট্রাইক রেট মাহির। ৯ বলে ২০ রান করে আউট হলেন তিনি।
এদিন টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ১৮ বলে ২৪ রান করেন রুতুরাজ গাইকোয়াড়। ওপেনার ডেভন কনওয়েকে ফেরান অক্ষর প্যাটেল। ১০ রান করেন তিনি। রাহানে ফেরেন ২১ রানে। কুলদীপ যাদবের স্পিনে বেসামাল মইন আলিও। ৭ রান করে ফেরেন। ১২ বলে ২৫ রান করেন শিবম দুবে। শেষ দিকে ধোনি ও জাদেজার ঝটিতি রানে ১৬৭ রান তোলে চেন্নাই।
চিপকে এই রান ডিফেন্ড করা কতটা সহজ হবে চেন্নাই সুপার কিংসের! ডেভিড ওয়ার্নার ও মিচেল মার্শ যদি নিজস্বে ছন্দে ব্যাটিং করেন, এই রান তাড়া করে জয় ছিনিয়ে নিতে পারে দিল্লি।