দিল্লি ক্যাপিটালসের ঘরের মাঠে চেন্নাই সুপার কিংস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। টিমে কোনও পরিবর্তন করেনি চেন্নাই। দিল্লি টিমে এসেছে ললিত যাদব।
পঞ্জাবের বিরুদ্ধে শেষ ম্যাচে দুরন্ত পারফরম্য়ান্স করে দিল্লি। পঞ্জাবের প্লে-অফ ওঠার স্বপ্ন প্রায় শেষ করে দিয়েছে। এই ম্যাচে জিতলে প্লে-অফে ওঠা নিশ্চিত হয়ে যাবে চেন্নাই সুপার কিংসের। কিন্তু ধোনিরা হারলে সুবিধা পাবে অনেকগুলি দল। তাই এই ম্যাচের ফলাফলের অপেক্ষায় অনেক ফ্র্যাঞ্চাইজি।