আইপিএল খেলে ক্লান্ত টিমের অধিকাংশ ব্যাটসম্যান। একমাত্র ব্যতিক্রম চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। ওভালে সম্পূর্ণ ফিট ও ছন্দে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (WTC Final 2023) খেলতে নেমেছিলেন। তাঁর এমন বোল্ডে হতবাক ক্রিকেটপ্রেমীরা।
বিলেতের স্যাঁতস্যাঁতে পিচ, পাহাড়প্রমাণ রান, এসব পরিস্থিতিতে পূজারার ব্যাটে বড় রান আশা করেছিল টিম। কাউন্টার অ্যাটাকের বদলে রোহিত শর্মা, শুভমান গিলরাও তখন ফিরে গিয়েছেন। ক্রিজে ছিলেন বিরাট ও পূজারা। কিন্তু প্রত্যাশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। ক্যামেরুন গ্রিনের ডেলিভারিতে অফস্টাম্প ছিটকে যায় পূজারার। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বড় ভুল করে ফেললেন পূজারা।
আরও পড়ুন: অস্ট্রেলিয়ার পেস আক্রমণে ব্যাটিংয়ে ধস, ৫ উইকেট হারিয়ে ৩১৮ রানে পিছিয়ে রোহিত ব্রিগেড