দিল্লি প্রিমিয়ার লিগে সবাইকে চমকে দিলেন ঋষভ পন্থ। শনিবার পুরানি দিল্লি ৬ বনাম সাউথ দিল্লি সুপারস্টার্সের খেলা ছিল। এই ম্যাচে শেষ ওভার বল করতে এলেন উইকেটকিপার ব্যাটসম্যান। তাঁর স্পিন বোলিং নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় চর্চা শুরু হয়েছে।
শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ সিরিজে বল করেছিলেন সূর্যকুমার যাদব, শুভমান গিল, রোহিত শর্মারা। গৌতম গম্ভীর কোচ হওয়ার পরই ভারতীয় দলের অধিকাংশ ব্যাটসম্যানরা বল হাতে নিয়েছেন। ঋষভ পন্থও সেই টিমে ছিলেন। নেটিজেনদের মতে, টিম ইন্ডিয়ার অনুশীলনে বল করার পর, তা এবার দিল্লি প্রিমিয়ার লিগে করে দেখলেন ঋষভ পন্থ।
কিন্তু দিল্লি প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ব্যাট হাতে সমালোচনার মুখে পড়েছেন পন্থ। স্পিন বোলিংয়ে নড়বড়ে লেগেছে বলে দাবি নেটিজেনদের। ব্যাটিং নিয়ে সমালোচনার শিকার হতে হয়েছে তাঁকে। এই ম্যাচে ৩২ বলে ৩৫ রান করেন পন্থ। গত T20 বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন। আশা ছিল, পন্থ এই দিল্লি প্রিমিয়ার লিগ ম্যাচে বড় রান করবেন। ম্যাচের আগে তাঁকে সংবর্ধনা দেয় ডিডিসিএ ও বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্লা।
দিল্লি প্রিমিয়ার লিগের এই ম্যাচে পন্থ খেলতে না পারলেও অর্পিত রানা ৪১ বলে ৫৯ রান করেন। ১৯ বলে ৪৭ রান তোলেন বংশ বেদী। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৯৭ রান তোল পুরানি দিল্লি ৬। ১৯.১ ওভারে এই রান তাড়া করে নেয় সাউথ দিল্লি সুপারস্টার্স।