লোকেশ রাহুল নন। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের উইকেটের পিছনে স্পেশালিস্ট উইকেট কিপার। হায়দরাবাদ টেস্ট শুরু আটচল্লিশ ঘণ্টা আগে তাতে সিলমোহর বসিয়ে দিলেন ভারতের কোচ রাহুল দ্রাবিড়। নবাবের শহরে দ্রাবিড় জানিয়েছেন, পাঁচ ম্যাচের এই সিরিজে রাহুলের ভূমিকা একজন স্পেশালিস্ট ব্যাটারের। এই সিরিজে রাহুলের সার্ভিস গুরুত্বপূর্ণ হতে চলেছে বলে দাবি দ্রাবিড়ের।
সিরিজ শুরুর অনেক আগেই বোর্ডের অন্দর থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে উইকেটকিপারের প্যাড-আপ করতে হবে না লোকেশকে। বরং মিডল অর্ডারে তাঁকে আরও বেশি করে দায়িত্ব নিতে হবে। বোর্ডের সেই ইঙ্গিতকেই এদিন সরকারি ভাবে জানালেন ভারতের কোচ।
পরিস্থিতি যা তাতে প্রথম একাদশে খেলছেন শিখর ভরত। কারণ, বেসরকারি টেস্টে ভারতীয় এ দলের হয়ে সদ্য শতরান করেছেন তিনি। পাশাপাশি তাঁকে সামলাতে হবে অশ্বিন-জাডেজা-কুলদীপ এই ত্রয়ীর ঘূর্ণিকেও।