আগামী বিশ্বকাপ পর্যন্ত তিনি ভারতের কোচ। তিনি গৌতম গম্ভীর। যিনি নিজে দুটি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। যিনি সদ্য আইপিএল জয়ী কলকাতা দলের মেন্টর। এবার গম্ভীর ভারতীয় ক্রিকেটের সিংহাসনে। দেশ তাঁর কাছে সবসময় আগে। তাই ভারতীয় কোচ হয়ে গম্ভীর জানিয়েছেন, দেশের জন্য কাজ করবেন। এটাই সবচেয়ে বড় পাওনা।
২৭ জুলাই থেকে শ্রীলঙ্কা সফরে যাবে টিম ইন্ডিয়া। দ্বীপরাষ্ট্রে তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। ওই সিরিজেই কোচ হিসাবে অভিষেক হবে গৌতম গম্ভীরের। তার আগে বিক্রম রাঠোর, পরশ মাম্ররেদের শুভেচ্ছা জানিয়েছেন গৌতি। তিনি জানিয়েছেন, আজকের এই টিম ইন্ডিয়া তাঁদের জন্যই।
জানা গিয়েছে, গৌতমের সহকারি কারা হবেন, তার জন্য আবার বিজ্ঞাপন দিচ্ছে বিসিসিআই। তার আগে, গম্ভীর জানিয়েছেন, ক্রিকেটার হিসাবে যে প্যাশন ছিল, সেই প্যাশন কোচ হিসাবেও তাঁর থাকবে।