ভারত তো বটে, ইংল্য়ান্ডের মাটিতে তিনিও এক নজিরের সামনে দাঁড়িয়ে। তিনি ভারতের কোচ রাহুল দ্রাবিড়। ২০০৭ সালে তাঁর নেতৃত্বে শেষবার ইংরেজ মাটিতে সিরিজ জিতেছিল টিম ইন্ডিয়া। এই সিরিজে এখনও পর্যন্ত ২-১ এগিয়ে ভারত। যদিও ভারত এবার ইংল্যান্ডে সিরিজ জেতে, তাহলে কোচ হিসাবেও সিরিজ জিতবেন রাহুল। তার আগে দলের প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন দ্রাবিড়।
১ জুলাই থেকে শুরু ভারত-ইংল্যান্ডের পঞ্চম টেস্ট। এই ম্য়াচে রোহিত শর্মা খেলতে পারবেন কীনা, তা এখনও স্পষ্ট নয়। কে হবেন ভারতের অধিনায়ক, তা এখনও ঝুলে রয়েছে। এই পরিস্থিতিত রাহুল দ্রাবিড় জানিয়েছেন, এখনও পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে ভারতীয় দল যে ভাবে প্রস্তুতি নিয়েছে, তাতে খুশি টিম ম্যানেজমেন্ট।
ম্যাচ প্রতি ভাবতে চান রাহুল। কারণ, টেস্ট সিরিজ শেষ হলেই টি-টোয়েন্টি ও একদিনের সিরিজ। তবে দ্রাবিড়ের ফোকাসে এখন শুধুই শেষ টেস্ট। যা একবছর আগে করোনার জন্য পিছিয়ে গিয়েছিল।