আরও একটা ফাইনাল। আরও একটা হার। তাই কমনওয়েলথ গেমসের ক্রিকেটে মেয়েরা রুপো জিতলেও, হতাশ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়। ম্যাচ শেষের পর তাঁর প্রতিক্রিয়া, রুপো জেতার জন্য মেয়েদের শুভেচ্ছা। কিন্তু ম্যাচটা ওদের হাতেই ছিল। রবিবার বার্মিংহ্যামে অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে রুপো জিতেছেন হরমনপ্রীতরা।
বিলেতের মাটিতে এই ফল মনে করা হচ্ছে আজ থেকে পাঁচ বছর আগের মেয়েদের বিশ্বকাপের ফাইনালকে। ২০১৭ সালে লডর্সে ইংল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও ৯ রানেই হেরেছিল ভারতীয় মহিলা দল। সেবারও রান তাড়া করতে গিয়ে ম্যাচ মাঠে রেখে এসেছিলেন মিতালি রাজরা। তাই সৌরভ জানিয়েছেন, রুপো নিয়ে দেশে ফিরলেও মেয়েরা হতাশ করল। কারণ ম্যাচ তাঁদের হাতে ছিল।
মার্কিন মুলুকে ছেলেরা রবিবার সিরিজ জিতেছে। তাই মেয়েদের দিকে প্রত্যাশা ছিল। কিন্তু কমনওয়েলথ গেমসের ক্রিকেটের ফাইনালে মাঝপথে উইকেট হারিয়ে সোনা মাঠে রেখে এলেন হরমনপ্রীতরা। পরিসংখ্যান বলছে, বিলেতের মাটিতে এই কমনওয়েলথ গেমসে দুটি ম্যাচই হেরেছে ভারত। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর ফাইনালেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। মেয়েদের হকির পর মেয়েদের ক্রিকেট। অস্ট্রেলিয়া ফের গাঁট ভারতের কাছে।