বোর্ডে নেই সৌরভ। খুশি নাকি আরও একজন। কে তিনি ? তিনি রবি শাস্ত্রী। ১৮ তারিখ ভারতীয় ক্রিকেটের মসনদে নতুন প্রেসিডেন্ট হিসাবে কাজ শুরু করবেন ভারতের বিশ্বকাপজয়ী দলের অলরাউন্ডার রজার বিনি। তার আগেই প্রাক্তন সতীর্থকে অভিনন্দন জানিয়েছেন শাস্ত্রী। আর নাম না করে সৌরভকে কটাক্ষও করেছেন। শাস্ত্রীর দাবি, মিডিয়ার থেকেই তিনি শুনেছেন বোর্ডের মসনদে পরিবর্তনের কথা। রজার বিনির নতুন প্রেসিডেন্ট হওয়ার কথা। ভারতের প্রাক্তন কোচ জানিয়েছেন, অতীতে দু বার পর পর প্রেসিডেন্ট হয়েছেন, এমন নজির নেই। তাই নতুনরা আসবেন এটাই স্বাভাবিক।
ভারতীয় ক্রিকেটে সৌরভ-যুগে শাস্ত্রীর সঙ্গে তাঁর ঠান্ডা লড়াই বারেবারে খবরে এসেছে। ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে ব্যর্থতার পর বিরাট-শাস্ত্রীর জুটি ভাঙার পিছনেও নাকি ছিল সৌরভের মস্তিক। বোর্ডের অন্দরেই দাবি, তারপর থেকেই সৌরভ-শাস্ত্রীর সম্পর্কের অবনতি। এই পরিস্থিতি রজার বিনিকে শাস্ত্রীর মত, বোর্ড প্রেসিডেন্ট হিসাবে বিনির উন্নতিতে তিনি খুশি।
সৌরভকে খোঁচা দিয়ে শাস্ত্রীর দাবি, এই প্রথম কোনও বিশ্বকাপ জয়ী ক্রিকেটারকে বোর্ড প্রেসিডেন্ট হিসাবে পাবে ভারতীয় ক্রিকেট।