ওভালে শুভমন গিল কী আউট ছিলেন ? ভারতীয় ব্যাটারের আউট ঘিরে উঠছে প্রশ্ন। যদিও তৃতীয় আম্পায়র শুভমনকে আউট দিয়েছেন। স্কট বোলান্ডের বলে শুভমনের ক্যাচ ধরেন ক্যামরন গ্রিন। কিন্তু সেই ক্যাচ গ্রিনের হাতে যাওয়ার আগে মাটি ছুঁয়েছিল কীনা, তা নিয়ে উঠছে প্রশ্ন। সিদ্ধান্ত যায় তৃতীয় আম্পায়রের কাছে। টেলিভিশন রিপ্লেতে স্পষ্ট, গ্রিনের হাতে ওঠার আগে মাটি ছুঁয়েছিল বল। তারপরেও তৃতীয় আম্পায়র শুভমনকে আউট দেন। ভারতের তখন স্কোর ছিল বিনা উইকেটে ৪১ রান।
দীর্ঘদিন পর ব্যাটে রান পেয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু নাথান লিওনের ঘূর্ণি বলেই কাবু হলেন হিটম্যান। ৪৩ রান করে ফিরলেন তিনি। আউট হয়ে গিয়েছেন চেতেশ্বর পূজারাও।
এদিন ২৭০ রানে ডিক্লেয়ার দেয় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ৪৪৪ রানের লক্ষ্যমাত্রা ভারতের সামনে। রোহিত ও গিল-সহ পূজারাকে ফিরিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ ফাইনালের আরও কাছে অস্ট্রেলিয়া।