ফের রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, রাজ্যে ২ হাজারের কাছাকাছি কোভিড আক্রান্ত রোগী আছেন। রাজ্যে কোভিড সংক্রমণের হারও বেড়েছে। তবে রাজ্যে সক্রিয় কোভিড রোগীর সংখ্যা তুলনামূলক কম। দৈনিক সংক্রণও ১০০-র কাছাকাছি।
এদিকে কলকাতা পুর এলাকায় ফের বাড়ছে কোভিড। উত্তরের তুলনায় কোভিড সংক্রমণে এগিয়ে দক্ষিণ কলকাতা। পুরসভার পক্ষ থেকে কোভিড বিধি মেনে চলার আবেদন করা হয়েছে। কলকাতায় গত এক সপ্তাহে পজিটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬৬ শতাংশ। যা আগে ছিল ১৩.১৫ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে বেশ কয়েকটি জেলায় কোভিড পজিটিভিটি রেটও বেড়েছে।কলকাতা ছাড়াও হাওড়া, উত্তর ২৪ পরগনা, কালিম্পং, নদিয়াতে পজিটিভিটি রেট বেশির দিকে। সম্প্রতি নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে কোভিড নিয়ে সতর্ক করেন। রাজ্য সরকারের পক্ষ থেকেও নতুন নির্দেশিকা জারি হয়েছে। মানুষকে মাস্ক পরা ও কোভিড পরীক্ষা করার পরামর্শও দেওয়া হয়েছে।