ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) বিতর্কে এবার মুখ খুললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও বামনেতা অশোক ভট্টাচার্য (Ashok Bhattacharya)। ঋদ্ধিকে জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা যায় কিনা, তার আবেদন করলেন তিনি। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়কে (Sourav Ganguly) ব্যক্তিগত চিঠি লিখে একথা জানান অশোক ভট্টাচার্য
শিলিগুড়ির ঘরের ছেলে ঋদ্ধিমান। শ্রীলঙ্কা সফরে তাঁকে না দেখতে পেয়ে আক্ষেপ করেছেন প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। উত্তরবঙ্গবাসীর পক্ষ থেকে আবেগঘন চিঠি লিখলেন তিনি। তাঁর মতে, সৌরভ যেমন বাংলার গর্ব, ঋদ্ধিমানও তাই। তিনি বলেন, "তোমার মতো ঋদ্ধিমানকে নিয়েও আমাদের গর্ব। তোমাদের নিয়েই বাংলার আবেগ। ঋদ্ধিমানের বাদ পড়া আমাদের কাছে খুবই দুঃখের।" সৌরভ যেমন বঞ্চনা ও ষড়যন্ত্রের শিকার হয়েছিল, তখনও দুঃখ পেয়েছিলেন তিনি, সেকথাও মনে করিয়ে দেন।
আরও পড়ুন: ঋদ্ধিমান সাহার টুইট নিয়ে তদন্ত শুরু, কড়া ব্যবস্থা নিতে পারে বিসিসিআই
প্রাক্তন মন্ত্রী ও বামনেতা অশোক ভট্টাচার্যের সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সুসম্পর্ক দীর্ঘদিনের। জাতীয় দলে এক বঙ্গসন্তানকে রাখার জন্য আরেক বঙ্গসন্তান সৌরভের কাছে আবেদন করলেন তিনি।