এবার ক্রিকেটের সব হিসেব বদলে দিতে চলেছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL)। T20 নয়, এবার থেকে শুরু হচ্ছে T10 ক্রিকেট। লিগের নতুন মরশুমে এই নয়া ফরম্যাট আনবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (WICB)। নাম দেওয়া হয়েছে সিক্সটি। অর্থাৎ প্রত্যেক দল মাত্র ৬০টি বল খেলার সুযোগ পাবে। আর এই নতুন ফরম্যাট ৬টি ছেলেদের দল ও ৩টি মেয়েদের দল অংশ নেবে। টুইটারে এই ঘোষণা করেছে সিপিএল কর্তৃপক্ষ।
গ্যারি সোবার্স, ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডসের দেশ এবার একটু অন্য পথে হাঁটতে চাইছে। ক্রিকেটের মধ্যে বিনোদনের মশলা ভরতে একেবারেই নতুন পরিকল্পনা নিয়েছে ক্যারিবিয়ান বোর্ড। এই টুর্নামেন্টের অ্যাম্বাসাডর করা হয়েছে ক্রিস গেইলকে (Chris Gayle)। বেশ কিছু নতুন নিয়ম আনা হয়েছে। এই খেলায় টিমের হাতে থাকবে মাত্র ৬ উইকেট। প্রথম ২ ওভার পাওয়ার প্লে থাকবে। এর মধ্যে কমপক্ষে দুটি ৬ মারতে পারলে তৃতীয় পাওয়ার প্লে পাওয়া যাবে। প্রতি ওভারে উইকেট বদলাতে হবে না। টানা ৫ ওভার একই উইকেটে ব্যাট করতে পারবে টিম। ৪৫ মিনিটের মধ্যেই ১০ ওভার শেষ করতে হবে। না পারলে, শেষ ওভারে একজন ফিল্ডারকে মাঠের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। ফ্যানেরাও অ্যাপের মাধ্যমে ফ্রি-হিটের জন্য ভোট দিতে পারবেন।
আরও পড়ুন: ইংল্যান্ডে প্র্যাকটিস ম্যাচের আগে টিমকে পেপ টক প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পেট রাসেল জানান, নতুন প্রজন্মকে ক্রিকেটে আগ্রহ আনাই তাঁদের উদ্দেশ্য। T20 ক্রিকেটেও নতুন প্রজন্মের আগ্রহ ক্রমশ কমছে। তাই এই নতুন ফরম্যাট আনতে চাইছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ।