বৃহস্পতিবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। ওই ম্যাচের আগেই বুধবার সন্ধে নাগাদ সচিন তেন্ডুলকরের পূর্ণাবয়ব মূর্তি উন্মোচন করা হল সেখানে। ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে বিকালেই সেখানে পৌঁছে যান সচিন।
সেখানে উপস্থিত হয়ে নিজের ভক্তদের সঙ্গে দেখা করেন। বিশেষভাবে সক্ষম এক ভক্তকে অটোগ্রাফও দেন। মূর্তিটি ওয়াংখেড়ে স্টেডিয়ামের তেন্ডুলকর স্ট্যান্ডের সঙ্গে বসানো হয়েছে।
ইতিমধ্যেই তেন্ডুলকরের নামাঙ্কিত একটি স্ট্যান্ড রয়েছে ওই স্টেডিয়ামে। ওই স্ট্যান্ডের পাশেই থাকবে মাস্টার ব্লাস্টারের প্রমাণ মাপের মূর্তিটি। এই বছরই ৫০-এ পা রেখেছেন সচিন। তাঁর এই মূর্তিটি তৈরি করেছেন আমেদনগরের এক ভাস্কর প্রমোদ কাম্বলে। এছাড়াও বিশ্বকাপের এই মাঠে মহেন্দ্র সিং ধোনির শেষ ছয় মারার সময়, বল যেখানে গিয়ে পড়েছিল, সেই স্থানে দুটি আসন লাগানোর পরিকল্পনা করা হয়েছে। সেই দুটি বিশেষ আসনও ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে।