তিনি যেমন খেলেন, তেমন-ই মাঠও পরিস্কার করেন। মেয়েদের প্রথম আইপিএলে সেই প্রমাণ রাখলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ক্রিকেটার এলিস পেরি। সম্প্রতি একটি ম্যাচের পর তাঁকে দেখা গেল বালতি হাতে ডাগ-আউট পরিষ্কার করতে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল। ৩২ বছরের অজি এই অলরাউন্ডার জানিয়েছেন, মাঠ পরিচর্যা তাঁর ছোট বেলার অভ্যাস। গত সোমবার দিল্লির বিরুদ্ধে এই ম্যাচে হেরেছিল বেঙ্গালুরু। সেই ম্যাচে ৫২ বলে ৬৭ রান করেছিলেন পেরি।
সম্প্রতি মাঠ পরিস্কারের এমন এক ছবি ভেসে উঠেছিল কাতারে। জাপানের সমর্থকদের স্টেডিয়াম পরিস্কারের ছবি ভাইরাল হয়েছিল। আর জিতেছিল আপামর ফুটবল সমর্থকদের মন। তেমনই ভাইরাল হয়েছে পেরির ডাট-আউট পরিষ্কারের ছবি। নেটিজেনরা অনেকেই বলেছেন, মাঠের বাইরে পেরি একজন পাওয়ার হাউজ। যিনি মেয়েদের প্রথম আইপিএলকে একটা অন্যমাত্রা নিয়ে গিয়েছেন।
সম্প্রতি হোলিতে রং খেলার পর চুলের রং ওঠা নিয়ে বেশ সমস্যায় পড়েছিলেন অজি এই ক্রিকেটার। নিজের ইনস্ট্রায় ভক্তদের থেকে পরামর্শ চেয়েছিলেন কীভাবে চুলের রং তুলবেন। আর মাঠে নিজের সামাজিক দায়িত্ব কিন্তু তিনি ভোলেননি।