অবসর ঘোষণা করলেন মনোজ তিওয়ারি (Manoj Tiwary)। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা জানালেন মনোজ। এমনকি বাংলার হয়েও তাঁকে আর খেলতে দেখা যাবে না।
ইনস্টাগ্রামে বাংলার গত মরশুমের অধিনায়ক মনোজ লিখেছেন, 'ক্রিকেট খেলাকে বিদায় জানালাম। এই খেলা আমাকে সব কিছু দিয়েছে। প্রত্যেকটা ছোটখাটো জিনিস যা আমি কখনও স্বপ্নেও ভাবিনি।' একইসঙ্গে এই পোস্টে তিনি ধন্যবাদ জানিয়েছেন তাঁর কোচ, তাঁর বাবা মা এবং স্ত্রীকেও।
আরও পড়ুন - ফুটবলকে বিদায় জানালেন বুফন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ইতালির বিশ্বকাপজয়ী ফুটবলারের
এই পোস্টে মনোজ ধন্যবাদ জানাতে ভোলেননি অতীত এবং বর্তমানের সব সতীর্থদের, এছাড়াও বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন এবং অ্যাসোসিয়েশনের সদস্যদেরও ধন্যবাদ জানিয়েছেন। একই সঙ্গে কাওকে ধন্যবাদ জানাতে ভুলে গেলে তাঁর কাছে ক্ষমা প্রার্থনাও করে নিয়েছেন।