অধিনায়ক রোহিত শর্মার লজ্জার রেকর্ড। আর তার প্রভাব পড়ল গোটা ম্যাচে। ১৪ বল বাকি থাকতেই ৬ উইকেটে জয় ধোনিদের।
প্লে-অফের লড়াইয়ে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল দুই টিমের কাছেই। চিপকে গিয়ে চেন্নাইকে হারানো সব সময় কঠিন। এদিন নিজে ওপেন করতে না এসে ক্যামেরুন গ্রিনকে পাঠালেন রোহিত শর্মা। তিন নম্বরে নেমেও ০ রানে ফিরলেন হিটম্যান। টার্গেট ছিল মাত্র ১৪০। যা টি-২০ ক্রিকেটে অনেকটাই কম।
আরও পড়ুন: লজ্জার 'রেকর্ড' করলেন রোহিত শর্মা, আইপিএলের ইতিহাসে সবথেকে বেশিবার শূন্যতে আউট
রুতুরাজ গাইকোয়াড় ও ডেভন কনওয়ে শুরুটা ভাল করেই করেন। ১৭ বলে ২১ রান করে অজিঙ্কা রাহানে। ১৮ বলে ২৬ করেন শিবম দুবে। ১৭ ওভার ৪ বলেই শেষ হয়ে যায় খেলা।