ধর্মশালায় পঞ্জাব কিংসকে ২৮ রানে হারাল চেন্নাই সুপার কিংস। ১০ ম্য়াচে ১২ পয়েন্ট তুলে নিয়ে তিনে উঠে এল চেন্নাই সুপার কিংস। অলরাউন্ড পারফরম্যান্স রবীন্দ্র জাদেজার। ২৬ বলে ৪৩ রান করেন। বল করতে এসে ৪ ওভারে ২০ রান দিয়ে ৩ উইকেট তুলে নিলেন জাদেজা।
এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় পঞ্জাব কিংস। দ্বিতীয় ওভারেই উইকেট হারায় চেন্নাই সুপার কিংস। অধিনায়ক রুতুরাজ গাইকোয়াড় ৩২ রান করেন। ড্যারিল মিচেলর ব্যাটে আসে ৩০ রান। জাদেজার ইনিংসের সৌজন্যে ১৬৭ রান তোলে চেন্নাই। তিনটি করে উইকেট নেন রাহুল চাহার ও হর্ষল প্যাটেল। ২টি উইকেট আর্শ্বদীপ সিংয়ের।
জবাবে ব্যাট করতে নেমে বড় পার্টনারশিপই গড়তে পারেনি পঞ্জাব। জনি বেয়ারস্টো ফেরেন ৭ রান করেন। প্রভসিমরন সিং ২৩ বলে ৩০ রান করে ফেরেন। শশাঙ্ক সিং ২০ বলে ২৭ রান করেন। অধিনায়ক স্যাম কারেনও মাত্র ৭ রানে ফেরেন। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৯ রানে শেষ হয়ে যায় পঞ্জাবের ইনিংস।
চেন্নাইয়ের হয়ে জাদেজা ছাড়াও ২টি করে উইকেট নেন তুষার দেশপান্ডে ও সিমারজিত সিং। ১টি করে উইকেট পান মিচেল সান্টনার ও শার্দুল ঠাকুর।