প্রতিপক্ষ কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস। কিন্তু তাতে থোড়াই কেয়ার। গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচে ধোনিকে দেখতে উৎসাহের খামতি নেই। আর তা বোঝা গেল ম্যাচ শেষ হওয়ার পর। ভক্তদের মাহি মাহি চিৎকারে কান পাতা দায় হয়ে গিয়েছিল স্টেডিয়ামে।
যে চিৎকারের জেরে কোনও কথাই শুনতে পাচ্ছিলেন না সুপার কিংসের অধিনায়ক। প্রিয় ভক্তদের চিৎকারে বাধ্য হয়ে স্পিকারের আওয়াজ বাড়িয়ে দিতে হয় তাঁকে। তবে, তিনি শুনতে পান সঞ্চালকের আওয়াজ।
এদিন ম্যাচে উপস্থিত থাকা দর্শকদের ধন্যবাদ জানাতে সুপার কিংস বেছে নিয়েছিল অভিনব পন্থা। ক্রিকেটাররা সারিবদ্ধভাবে মাঠের ধার দিয়ে হেঁটে যান। তাঁদের পরনে ছিল দর্শকদের ধন্যবাদ বার্তা লেখা বিশেষ ধরনের জার্সি । আর এই চলার পথে ছুটে এসেছিলেন সঞ্চালকরা।
ম্যাচের শেষে ধোনির দিকে ছুটে আসেন সুনীল গাভাস্কারও। তাঁর হাতে ছিল একটি মার্কার পেন। তিনি ধোনির জার্সিতে সই করে দেন। পাল্টা গাভাস্করের জার্সিতেও ধোনি 'মাহি' লিখে দিলেন। আর এভাবেই গ্রুপ পর্যায়ের খেলা থেকে চিপককে বিদায় জানায় চেন্নাই।
রবিবার সকালেই চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়াতে বলা হয়, এদিন ম্যাচের পর স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের জন্য বিশেষ আয়োজন রয়েছে। যদিও সেই সময়ে খোলসা করে বলা হয়নি, ঠিক কী থাকতে চলেছে এই বিশেষ অনুষ্ঠানে। পরে দলের তরফে জানানো হয়, কেকেআরের বিরুদ্ধে ম্যাচের শেষে গোটা স্টেডিয়াম জুড়ে ‘ল্যাপ’ দেবে ধোনি-সহ চেন্নাই ব্রিগেড।