চেন্নাই সুপার কিংসের অধিনায়ক থাকছেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের নিলামের আগে চার বিদেশি-সহ মোট ৯ ক্রিকেটারকে ছেড়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন সিএসকে। ইংল্যান্ড তারকা বেন স্টোকস চোটের জন্য খেলতে পারবেন না জানিয়েছিলেন। গত বছর ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় কেনা হয়েছিল তাঁকে। ছেড়া দেওয়া হল দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস, পেসার-অলরাউন্ডার সিসান্দ মাগাল, ও কেইলি জেমিসনকে।
তবে স্টোকসকে ছে়ড়ে দিলেও সিএসকে ধরে রেখেছেন ডেভন কনওয়ে, মিচেল স্য়ান্টনার, মইন আলি, মাথিশা পাথিরানা ও মহেশ থিকসানাকে। থাকবেন রুতুরাজ গাইকোয়াড়, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, শিবম দুবে, দীপক চাহার ও তুষার দেশপান্ডেরাও।