রাচিন রবীন্দ্র ও শিবম দুবের বিষ্ফোরক ব্যাটিং। ঘরের মাঠে গুজরাতকে ২০৭ রানের টার্গেট দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই। ২৩ বলে ৫১ রানের ইনিংস এল শিবম দুবের ব্যাটে। ২টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারি আসে তাঁর ব্যাট থেকে। ২০ বলে ৪৬ রান করেন রাচিন রবীন্দ্র।
এদিন চিপকে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক শুভমান গিল। চেন্নাই অধিনায়ক রুতুরাজ একটু স্লো শুরু করলেও রাচিন বিধ্বংসী মেজাজে ছিলেন। রশিদ খানের ডেলিভারিতে ফিরতে হয় তাঁকে। ১২ রান করে ফেরেন তিন নম্বরে নামা অজিঙ্কা রাহানে। এরপরই শিবম দুবে ও রুতুরাজ গাইকোয়াড়ের সামনে ছন্নছাড়া হয় গুজরাতের বোলিং। ৩৬ বলে ৪৬ রান করেন রুতুরাজ। শেষ দিকে ২০ বলে ২৪ রান করেন ড্যারিল মিচেল। ৬ বলে ১৪ রান করেন সমীর রিজভি।
আরও পড়ুন: আইপিএলের ডেথ ওভারে সর্বাধিক স্ট্রাইক রেট, আরসিবিকে জিতিয়ে ইতিহাস কার্তিকের
মঙ্গলবার চিপকে গত ম্যাচের নায়ক উমেশ যাদব ২ ওভারে ২৭ রান খরচ করেন। এরপর তাঁকে বল করতেই আনেননি অধিনায়ক গিল। ২টি উইকেট নিলও ৪৯ রান খরচ করে আসেন রশিদ খান। ওমরজাই ৩ ওভারে দেন ৩০ রান।