ফের আইপিএলে দেখা যাবে 'থালা' মহেন্দ্র সিং ধোনিকে। নতুন মরশুমে অধিনায়ক মাহির জার্সি কেমন হবে! সেই জার্সিরই উদ্বোধনের জন্য আলাদা একটি গ্র্যান্ড সেরেমনি সেরে ফেলল চেন্নাই সুপার কিংস।
জল্পনা ছিল, গত আইপিএলের পরই অবসর নেবেন মহেন্দ্র সিং ধোনি। পঞ্চমবার চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করার পর মাহি ফেরার ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। এবার আইপিএল শুরু হওয়ার দু মাস আগে থেকে অনুশীলনও শুরু করে দিয়েছেন। মরশুম শুরু হওয়ার আগে তাঁর নতুন জার্সি দেখে উন্মাদনা ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় সেই জার্সি উদ্বোধনের ভিডিয়ো শেয়ার করেছে চেন্নাই সুপার কিংসের এক্স হ্যান্ডেল।
আইপিএলে ১২বার ধোনির নেতৃত্বে প্লে-অফে উঠেছে চেন্নাই সুপার কিংস। পাঁচবার চ্যাম্পিয়নও হয়েছেন তাঁরা। প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর জানিয়েছেন, ধোনির নেতৃত্বে এবারও প্লে-অফে জায়গা করে নিতে পারে চেন্নাই।