আইপিএলের রবিবাসরীয় মেগা ম্যাচ। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলে এবার আরও একটি এল ক্লাসিকো। এই ওয়াংখেড়েতেই জাতীয় দলকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। এবার প্রথম ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিএসকে টিমের সাধারণ সদস্য হিসেবে নামছেন এম এস ধোনি।
গত মরশুমে চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। এবার সিএসকে টিমকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গাইকোয়াড়। গত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে মনোবল তুঙ্গে টিমের। ফর্মে আছেন রাচিন রবীন্দ্র, রবীন্দ্র জাদেজারা। মুম্বইয়ের ঘরের মাঠে বড় জয়ই লক্ষ্য হলুদ ব্রিগেডের।
এদিকে মুম্বই ইন্ডিয়ান্স টিম ছন্দে ফিরেছে। প্রথম কয়েকটি ম্যাচ হারের পর জয় এসেছে। দলে ফিরেছেন সূর্যকুমার যাদব। ইশান কিষাণ ছন্দে আছেন। ওপেনার রোহিতও ফর্মে ফেরার অপেক্ষায়। চেন্নাইয়ের বিরুদ্ধে ২০০-এর বেশি রান তোলার অপেক্ষায় মুম্বই ইন্ডিয়ান্স।