আইপিএলের ষোড়শ সংস্করণ শুরু হয়েছিল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। গত ৩১ মার্চ শুরু হয়েছিল টুর্নামেন্ট। ৫৮ দিন পর সেই স্টেডিয়ামেই ফাইনাল। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ফাইনালেও মুখোমুখি ধোনি বনাম হার্দিক পান্ডিয়া। এবার টুর্নামেন্টে এটি তাঁদের তৃতীয় সাক্ষাৎ।
আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছিল গুজরাত টাইটান্স। আইপিএলের প্লে-অফে গুজরাত টাইটান্সকে হারায় চেন্নাই সুপার কিংস। রবিবার ফের মাঠে নামবে গুজরাত ও সিএসকে।
শেষ ম্যাচে দুর্ধর্ষ ফর্মে আছেন শুভমান গিল। গোটা টুর্নামেন্টে সবথেকে বেশি রান করেছেন। দারুণ ফর্মে আছেন রশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা। এদিকে চেন্নাই সুপার কিংসের দুই শ্রীলঙ্কার বোলার মাথিশা পাথিরানা, ডেভন কনওয়েরাও আছেন। তাই লড়াই সহজ হবে না।