দীর্ঘ ২৪ ঘণ্টা প্রতীক্ষার অবসান। সোমবার আহমেদাবাদে আইপিএল ফাইনালে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত চেন্নাই সুপার কিংসের। প্রথমে ব্যাট করতে নামবে গুজরাত।
টসে জেতার পর অধিনায়ক ধোনি জানান, সোমবারও বৃষ্টির সম্ভাবনা আছে। তাই প্রথমেই বোলিংয়ের সিদ্ধান্ত চেন্নাইয়ের।
সোমবারও মাঠ জুড়ে হলুদ জার্সি। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভিড় জমান মাহি ভক্তরা। ফাইনালে গত ম্যাচের টিম নিয়েই খেলতে নামবে দুই দল। কোনও পরিবর্তন করা হয়নি। এদিন আইপিএলের সমাপ্তি অনুষ্ঠানে পারফর্ম করলেন কিং।