ওয়েস্ট ইন্ডিজ (West Indies) সিরিজে চোট পান চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) দুই প্রধান ক্রিকেটার দীপক চাহার (Deepak Chahar) ও রুতুরাজ গাইকোয়াড় (Ruturaj Gaikwad)। আর মাত্র কয়েকদিন বাকি আইপিএলের (IPL)। দুই ক্রিকেটারের চোট চিন্তা বাড়াচ্ছে চেন্নাই শিবিরে। বিষয়টি নিয়ে সরাসরি মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজির সিইও কাশী বিশ্বনাথন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে T20 সিরিজে হাতে চোট পান রুতুরাজ গাইকোয়াড়। আর হ্যামস্ট্রিং ইনজুরি আছে দীপক চাহারের। মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী, এখনও ৬-৮ সপ্তাহ মাঠের বাইরেই থাকবেন তিনি। নিলামে সবথেকে দামী ক্রিকেটারকে আইপিএলে অনেকগুলো ম্যাচ পাবে না চেন্নাই সুপার কিংস।
আরও পড়ুন: নিরাপত্তার ফাঁক গলে সোজা বিরাট কোহলির কাছে তিন ফ্যান, মোবাইল বের করে তুললেন সেলফি
সিএসকের সিইও কাশী বিশ্বনাথন জানান, বোর্ড ফ্যাঞ্চাইজিকে জানিয়েছে, দুই ক্রিকেটারই বর্তমানে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে আছেন। ম্যাচ ফিট হওয়া পর্যন্ত সেখানেই তাঁদের চিকিৎসা চলব। ২৬ মার্চ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচ খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস।