বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পরই বাংলা থেকে রোহিত শর্মা ও টিম ইন্ডিয়াকে শুভেচ্ছা জানালেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। শুধু অভিনন্দন নয়, টিম ইন্ডিয়াকে রাজভবনে সংবর্ধনা দেওয়ার প্রস্তাব ও আমন্ত্রণও জানিয়ে রাখলেন তিনি।
১৯ নভেম্বর আহমেদাবাদের এই মাঠেই বিশ্বকাপ ফাইনাল। এখনও ৮টি ম্যাচে জিততে হবে রোহিত ব্রিগেডকে। কিন্তু পাকিস্তানকে হারাতেই রাজভবনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়ার আমন্ত্রণ জানালেন রাজ্যপাল। ৫ নভেম্বর কলকাতায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচ খেলতে আসবেন রোহিতরা। সেই সময়ই সংবর্ধনা দেওয়া হবে ভারতীয় দলকে।
আরও পড়ুন: বিশ্বকাপে পাকিস্তানকে হারাতেই দেশে অকাল দিওয়ালি, রাস্তায় ভিড়, স্লোগান ক্রিকেটপ্রেমীদের
রাজভবনের এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে, "আজ মাননীয় রাজ্যপাল ভারতীয় ক্রিকেট দলকে পাকিস্তানের বিরুদ্ধে দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। রাজভবনের সম্মানীয় অতিথি হতে বাংলা ক্রিকেটপ্রেমীদের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। সংবর্ধনা দেওয়া হবে।"