হৃদয়বিদারক। অনুরাগীদের সঙ্গে নিজের এক যন্ত্রণার খবর শেয়ার করলেন দক্ষিণ আফ্রিকার তারকা ডেভিড মিলার। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্ট কিছুক্ষণের মধ্যেই ভাইরাল।
একটি ভিডিয়ো পোস্ট করেন মিলার। সেখানে একটি ছোট্ট মেয়ের ছবি দিয়ে লেখেন, 'লিটল রকস্টার। চিরশান্তিতে থেকো। ভালোবাসা সব সময় সঙ্গে থাকবে।' মিলারের এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। অনেকেই মনে করেন, এটা হয় তো মিলারের মেয়ে। পরে জানা যায়, ছবিটি মিলারের এক কাছের বন্ধুর মেয়ে। ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর হার মানে সেই খুদে।
আরও পড়ুন: ধর্না মঞ্চে অভিনব লক্ষ্মীপুজো আন্দোলনকারীদের, পড়লেন লক্ষ্মীর পাঁচালিও
বন্ধুর মেয়ের মৃত্যুতে আবেগপ্রবণ হয়ে পড়েন মিলার। তিনি লেখেন, "তোমাকে সব সময় মিস করব। এত বড় মনের মানুষ, যা কখনও দেখিনি। সব সময় ইতিবাচক থাকতে তুমি। মুখে হাসি লেগে থাকত। প্রত্যেক মুহূর্তে কীভাবে বেঁচে থাকতে হয়, তা তোমার থেকেই শিখেছি। তোমার এই সফরে সঙ্গী হতে পেরে আমি গর্বিত।"
বর্তমানে সিরিজ খেলতে ভারতে আছেন ডেভিড মিলার। এই সময়ই তাঁর বন্ধুর মেয়ে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রাণ হারান। এরপরই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন তারকা ক্রিকেটার।