বাবার ইন্টারভিউ নিচ্ছেন মেয়ে। আর মেয়ের প্রশ্নের কাছে বাবাকে ডাক করতে হচ্ছে। সেই ভিডিও এখন ঘুরছে সোশাল মিডিয়ায়। বাবা ডেভিড ওয়ার্নার। আর মেয়ে আইভি ওয়ার্নার। শুধু ওয়ার্নার নন, আইভির প্রশ্নে মুগ্ধ ভারতের প্রাক্তন কোচ ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রীও।
নিজের ইনস্ট্রাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। ক্যাপশনে তিনি লিখেছেন, গরমাগরম সব খবর এবার আইভি ওয়ার্নারের থেকে। মূলত এই ছবি শেয়ার করেছে ওয়ার্নারের আইপিএল দল। সেখানে আবার লেখা হয়েছে, আইপিএলে আপনার বাছাই করা সেরা নামগুলি কী বাবা ?
বাবা-মেয়ের এই আদুরে খুনসুটি সোশাল মিডিয়াতে ভাইরাল। এই মরশুমেও ওয়ার্নারের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে দিল্লি।