মেলবোর্ন থেকে সিডনি যাওয়ার পথে ব্যাগ চুরি ডেভিড ওয়ার্নারের। সেই ব্যাগেই ছিল ব্যাগি গ্রিন টুপি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার সময় যে টুপি দেওয়া হয়, তা যে কোনও অজি ক্রিকেটারদের কাছে অমূল্য। শেষ টেস্ট খেলতে নামার আগে সেই টুপি হারিয়ে ভেঙে পড়েছেন ওয়ার্নার। টুপি ফেরত পাওয়ার জন্য পুরস্কার ঘোষণা করলেন অজি ওপেনার।
পাকিস্তানের বিরুদ্ধে বুধবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শেষ টেস্ট খেলবেন তিনি। এর মাঝেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তিনি। শেষ টেস্টে নামার আগে এই টুপি চুরি হওয়ায় ভেঙে পড়েছেন অজি তারকা। একটি ভিডিয়ো করে ওয়ার্নার আবেদন করেন, যে ব্যাগটি ফেরত দেবেন, তাঁকে কোনও অসুবিধার মধ্যে পড়তে হবে না. তিনি তাঁকে আরও একটি ব্যাগ উপহার দেবেন।
আরও পড়ুন: বুধবার দ্বিতীয় টেস্টে কেমন হবে ভারতের প্রথম একাদশ, একাধিক বদল টিমে