টি-টোয়েন্টি বিশ্বকাপে অজিদের মেয়াদ ফুরতেই অবসর ঘোষণা করলেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। টেস্ট ও এক দিনের ক্রিকেট থেকে আগেই অবসর ঘোষণা করেছিলেন ডেভিড ওয়ার্নার। এ বার টি-টোয়েন্টি থেকেও অবসরের ঘোষণা করলেন তিনি। শেষ হল তাঁর দীর্ঘ ১৫ বছরের বর্ণময় ক্রিকেট জীবন। বিভিন্ন মহলের মতামত, অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে সেফিফাইনালে পৌঁছতে পারলে হয়ত আরও কয়েকদিন বাইশ গজে ওয়ার্নারের ম্যাজিক দেখতে পাওয়া যেত।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ওয়ান ডে বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। এমনকি টি-বিশ্বকাপের শুরু থেকেও ভাল খেলছিল অজিরা। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভাল ফলের আশা করেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট টিম। কিন্তু আফগানিস্তানের কাছে হারার কারণে কিছুটা ধাক্কা লেগেছিল। এরপর ভারতের কাছে হার। তারপরেও অঙ্কে টিকে ছিল অস্ট্রেলিয়া। কিন্তু বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তান সেমিফাইনাল নিশ্চিত করতেই টি-টোইয়েন্টি থেকে বিদায় নিল অস্ট্রেলিয়া।