নতুন বছরের শুরুতেই ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিলেন অস্ট্রেলিয়ার দুবারের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার (David Warner Retirement)। তিনি জানান, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (2025 Champions Trophy) অস্ট্রেলিয়ার যদি তাঁকে দরকার হয়, সিদ্ধান্ত নিয়ে ভেবে দেখতে পারেন।
সোমবার এক সাংবাদিক বৈঠকে ওয়ার্নার জানান, ভারতে বিশ্বকাপ জেতার আগেই ওয়ানডে ক্রিকেট ছাড়ার কথা ভেবেছিলেন তিনি। তাঁর মতে, পরিবারকে সময় দিতে চান। তাই এই সিদ্ধান্ত। পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় টেস্টই তাঁর শেষ টেস্ট। আগেই জানিয়েছিলেন ওয়ার্নার। তার আগে ওয়ানডে থেকেও অবসর নিয়ে ফেললেন তিনি।
আরও পড়ুন: মারাদোনার পর মেসিও. চির অবসরে চলে যাবে লিও-র ১০ নম্বর জার্সি !
১৬১টি ওয়ানডে ম্যাচে ওয়ার্নারের রান ৬৯৩২। ২২টি শতরান ও ৩৩টি অর্ধশতরান আছে তাঁরা। শতরানের তালিকায় রিকি পন্টিংয়ের পরই আছেন ওয়ার্নার।