ক্রিকেট মাঠে এসে নামল হেলিকপ্টার। এমন ঘটনা ক্রিকেটবিশ্বে বিরল। সদ্য টেস্ট ও ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডেভিড ওয়ার্নার। অবসরের পর প্রথমবার ঘরোয়া ক্রিকেটে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে নামেন তিনি। সেই ম্যাচেই হেলিকপ্টার করে মাঠে ঢুকলেন তিনি।
সিডনি থান্ডার্সের প্লেয়ার
বিগ ব্যাশ লিগে সিডিনি থান্ডার্সের সঙ্গে ম্যাচ ছিল সিডনি সিক্সার্সের। সেই ম্যাচেই সিডনি থান্ডার্সের হয়ে খেলতে নামেন ওয়ার্নার। ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে হান্টার ভ্যালিতে যান ওয়ার্নার। তাঁকে ম্যাচ শুরুর আগে সিডনিতে আনার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়। ম্যাচের পর ফের হান্টার ভ্যালিতে ফিরে যান ওয়ার্নার।
আকাশপথে ওয়ার্নারে ক্রিকেট মাঠে নামার এই দৃশ্য ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। হলিউড নায়কদের সঙ্গেও তুলনা করা হয়েছে তাঁকে।